গ্রাম শহরের কাছে না গেলেও শহর এখন ঢুকে পড়ে গ্রামের মধ্যে। মুক্তবাজার পুঁজিবাদী রাষ্ট্র মানেই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাধ লুটের লাইসেন্স দেওয়া। প্রাথমিক পুঁজি সংগ্রহের জন্য অবাধ লুণ্ঠন পুঁজিবাদ নির্মাণের শর্ত হিসেবে গ্রহণ করা হয়। ইউরোপ এই পুঁজি সংগ্রহ করেছিল এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকার দেশগুলোকে লুণ্ঠনের মাধ্যমে। বাংলাদেশের সেই সক্ষমতা নেই। তাই তারা লুঠ করে দেশেরই সম্পদ, জঙ্গল, নদী, পাহাড়, খনি, আর শ্রমজীবী মানুষের শ্রম। সেই লুণ্ঠনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন আমাদের দেশে অনুপস্থিত। তবে স্থানীয়ভাবে কিছু দেশপ্রেমিক মেরুদণ্ডসম্পন্ন তরুণ রুখে দাঁড়ায়। অবধারিতভাবেই তারা পরাজিত হয় অসম যুদ্ধে। কিন্তু আমাদের জাতির হাজার বছরের ইতিহাস বলে যে পরাজয় শেষ কথা নয়। প্রতিবাদ এবং বারবার রুখে দাঁড়ানোই সত্য এবং গুরুত্বপূর্ণ।
শাহমুব জুয়েলের ‘জলতৃষ্ণা’ আপাতদৃষ্টিতে পরাজয়ের পাশাপাশি সেই অবিনাশী প্রতিরোধের সংকল্পটিকেই সামনে এনেছে। উপন্যাসটি এই কারণেই আমার কাছে গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা হিসেবে পরিগণিত। লেখকের ভাষা এবং আখ্যান-বয়নে পরিশ্রমের ছাপ রয়েছে। সবমিলিয়ে বলা যায়, শাহমুব জুয়েলের উপন্যাস ‘জলতৃষ্ণা’ নতুন প্রজন্ম লেখকদের প্রতি আশাবাদী চিন্তার ফসল।
জাকির তালুকদার
কথাসাহিত্যিক
