মানুষ তার স্বপ্নে বাঁচে। নিমার সাদামাটা জীবনকে লিপস্টিকের রঙিন পরশ এঁকে দেয় এক নতুন পরিচয়। বহু দিনের স্বপ্নকে বাস্তব রূপে দেখার পরিচয়। এই কঠিন পথ পাড়ি দেয়া নিমার জন্য সহজ ছিল না। জাদিবের মতন একজন তার চলার পথে সাহস না জোগালে সে হয়তো হারিয়ে যেত হতাশার অমানিশায়। জাদিব গল্পের অন্যতম প্রধান চরিত্র, যে সীমাহীন অনিশ্চয়তার মাঝেও আশায় বুক বাঁধার মতন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী।
মানুষের ভাবনা কিংবা দুর্ভাবনা অনেক সময় তন্দ্রার আবেশে তার সামনে দৃশায়িত হয়। লিপস্টিককে কেন্দ্র করে তেমনই এক দুর্ভাবনা বারবার নিমার মাঝে আসে, সেটাকে উপন্যাসের একটা ইন্টারেস্টিং পার্ট বলা যেতে পারে। আদৌ কি সে ব্যাপারটার সাথে তার জীবনের সংযোগ ছিল সেই প্রশ্নের উত্তর নাহয় তোলা থাক।
‘লিপস্টিক’ জাদিব, নিমার ভালোবাসার গল্প। শত বাঁধা পেরিয়ে ছুটে চলা নারীর জিতে যাওয়ার গল্প। সুরের ধারায় শব্দগুচ্ছকে গাঁথতে জানে জাদিব নামের যে মানুষটা, শেষ পর্যন্ত কি সে নিমাকে বাঁধতে পারবে হৃদয় গহিনে?
