লেখকের জীবনী
মোহাম্মদ হোসেন
মোহাম্মদ হোসেন
১০ নভেম্বর, সুনামগঞ্জে জেলায় জন্মগ্রহণ করেন৷ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ বর্তমানে যুক্তরাজ্যে কর্মরত। মোহাম্মদ হোসেন প্রচলিত বিষয়কে নিজস্ব আধুনিক দৃষ্টি ও ভাষা দিয়ে সাজিয়ে, পাঠককে দিতে চান গভীর অনুভব ও বিস্তৃতি। ভাষার অভিনব উৎকর্ষতায়, মানুষকে স্রষ্টার চোখে দেখে, কোনো চরিত্র সম্পর্কে ভালোমন্দ একচ্ছত্র দাগ না ফেলে, মননশীল পাঠককে দিতে চান বিস্ময়ের গভীরতা আর অন্তহীন অনুভবে ডুব দিয়ে মানুষকে পাঠ করেন নিভৃতে, মেলে দেন অজস্র ডালপালা, জীবনের গুপ্তসব অনুসন্ধানে এবং এভাবে, এভাবেই...। লেখালিখির পাশাপাশি, দরিদ্র মানুষের জন্য সুদ ও ফিমুক্ত ঋণ প্রতিষ্ঠান 'যা নিবা তা দিবা' এর প্রতিষ্ঠাতা তিনি। “দেশ-বিদেশ টিভি” নামের একটি ইউটিউব চ্যানেলও আছে তার।