কাইজার চৌধুরী এর বই সমূহ

কাইজার চৌধুরী
লেখকের জীবনী

কাইজার চৌধুরী

কাইজার চৌধুরী ছোটোগল্পকার ও ঔপন্যাসিক। জন্ম ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর পুরান ঢাকার মাহুতটুলীতে। পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের গজারিয়ায়। বাবা আমিনুল হক চৌধুরী ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। মা নূর আকতার বানু। দাদা একাত্তরের শহিদ আবদুল লতিফ চৌধুরী ছিলেন ডাক বিভাগের কর্মকর্তা। তাঁর শৈশব কেটেছে মাহুতটুলীর নানাবাড়িতে ও গেণ্ডারিয়ায়। আহমেদ বাওয়ানী একাডেমী থেকে এসএসসি (১৯৬৭) পাশ করেন। নটরডেম কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭২) ও স্নাতকোত্তর (১৯৭৩) ডিগ্রি লাভ করেন। কাইজার চৌধুরী চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ১৯৬৮ সাল থেকে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-সমূহ: বিলটু মামার হালচাল, শোভনের একাত্তর, পরশপাথর রহস্য, একাত্তরের একদিন প্রভৃতি। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ: শেমুর ও অন্যান্য গল্প, ছিনতাই ছিনতাই, মুক্তিযুদ্ধে হে কিশোর, ভূত চেনা সহজ নয়, একাত্তরের ছেলেরা, স্বপনের মাউথ অর্গান, চোর ডাকাতের গল্প প্রভৃতি। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক, সিটি-আনন্দ আলো পুরস্কার এবং চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পেশাগত জীবনে ছিলেন ব্যাংকার। স্ত্রী সাথী, প্রবাসে বসবাসরত পুত্র ফারদীন ও কন্যা মায়িশাকে ঘিরে রয়েছে তাঁর আনন্দভুবন।