আমাদের দেশে ছোটদের জন্য সাহিত্য রচনায় কাইজার চৌধুরীর নাম প্রথম দিকেই চলে আসে। বিশেষ করে হাস্যরস গল্পের সেরা কারিগর তিনি। বাংলা শিশুসাহিত্যের সোনালি যুগের দুই কীর্তিমান গল্পকার শিবরাম চক্রবর্তী এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী হিসেবে অনেকে মনে করেন কিন্তু আমরা মনে করি, কাইজার চৌধুরী সিংহভাগ ব্যতিক্রম। তাঁর গল্প বলার ঢং, কারুকার্যময় ভাষাশৈলী, শব্দের গাঁথুনি এবং রসালো মেজাজে গল্পের বহুমাত্রিক কাহিনির অবতারণা আমাদের কিশোরসাহিত্যে যেন নতুন প্রাণেরই সঞ্চার করেছে। অনেক সিরিয়াস বিষয়কে হাস্যরস সমৃদ্ধ যেমন করতে পারেন, তেমনি অনেক অলীক ও মজাদার বিষয়কে তিনি পরম মমতায় মানুষের জীবনবোধের সঙ্গে মিশিয়ে দেন। খুব সংক্ষেপে বলা যায়, কাইজার চৌধুরী একজন ভিন্নধারার, ভিন্ন মেজাজের গল্পকার। যেন তিনি শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে গল্প আঁকেন। আর আমাদের দেশের হাসির গল্পের অন্যতম সেরা লেখক সাজেদুল করিম তো একদিন বলেই ছিলেন, ‘কাইজার চৌধুরী তো গল্প লেখেন না, গল্প বলেন’।
