সানীবুড়ো শুধু গাধার সঙ্গে হাঁটেন তা-ও নয়, মাঝেমধ্যে তিনি নিজেও গাধার পিঠে চড়ে বসেন। গাধারা যে কখনও বিরক্ত করে না সেটা আমাদের ভাগ্য। যা হোক, শহর দেখার জন্য একটুও যে গাধার কৌতূহল আছে, চালচলন দেখে তা মনেই হয় না। সাধে কি আর তাকে সবাই গাধা বলে? গাধারা একটু-আধটু বেখেয়ালি হয়!
গাধা চড়বে রেলগাড়িতে। ইস্টিশন মাস্টার গাধার জন্য জায়গা করে দিলেন পেছনের ভ্যানে। গাড়ির একদম পেছনে। এরপর শুরু হলো গল্পের আসল মজা।
আরো মজা আছে! জানতে হলে পড়তে হবে এ বই। এই বইয়ের প্রতিটি গল্প পাঠককে শুধু হাসাবে না, বুদ্ধির খেলা বের করার মন্ত্রও জোগাবে।
