কবি-সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি নেই, তাঁর লেখা আছে, থাকবে হয়তো অনন্তকাল। সাহিত্যের সকল শাখায় তাঁর স্বাচ্ছন্দ্য বিচরণ ছিল। শিশু কিশোরদের জন্যও তাঁর অসামান্য প্রচুর লেখা রয়েছে। সেখান থেকে মাত্র কয়েকটা গল্প নিয়ে বর্তমান সংকলনÑ শ্রেষ্ঠ কিশোর গল্প।
বইটি কিশোরদের নিশ্চিত মনোরঞ্জন জোগাবে।
