রফিকুর রশীদ এর বই সমূহ

রফিকুর রশীদ
লেখকের জীবনী

রফিকুর রশীদ

রফিকুর রশীদ জন্ম : ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর। মেহেরপুর। শিক্ষা : রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, এমএ। পেশা : কলেজশিক্ষকতা। লেখালিখি : লেখালিখির প্রিয় প্রাঙ্গণÑকথাসাহিত্য, প্রিয় প্রসঙ্গÑমুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন। শিশুসাহিত্যের বিভিন্ন শাখাতেও রয়েছেন সক্রিয়। বাঙালির ভাষা- আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সঙ্গে লোকসংস্কৃতি নিয়ে আছে গবেষণা। ছড়া ও কিশোরকবিতা দিয়ে লেখালিখির সূচনা হলেও পরবর্তীসময়ে গল্প-উপন্যাসেই অধিক মনোযোগী হয়েছেন। বড়োদের এবং ছোটোদের জন্যে লিখেছেন নানা-মাত্রিক বিচিত্র সব গল্প আর উপন্যাস। প্রকাশিত হয়েছে তাঁর ডজনখানেক ছড়াগ্রন্থও। প্রকাশিত গ্রন্থ : শিশুসাহিত্য, কথাসাহিত্য এবং ইতিহাস গবেষণা মিলিয়ে প্রন্থসংখ্যা শতাধিক। পুরস্কার ও সম্মাননা : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, মীর মশাররফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণীব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বগুড়া লেখকচক্র সম্মাননা ও পুরস্কার, কাঙাল হরিণাথ পদক ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, দ্বিজেন্দ্র পুরস্কার (ভারত), সন্তোষকুমার দে স্মৃতি পুরস্কার (ভারত) প্রভৃতি।