হুমায়রা স্যারন এর বই সমূহ

হুমায়রা স্যারন
লেখকের জীবনী

হুমায়রা স্যারন

জন্ম নভেম্বর ২৭, খ্রিস্টান মিশন হাসপাতালে। চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন। ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিস লাইব্রেরিতে যেতাম। একদিন মা কান মলা দিয়ে হাতে দিলেন রবিনসন ক্রুসো। বই পড়ার অভ্যাস সেখান থেকেই। বছরখানেক আগে একটা রক্তবেগুনি সসার ম্যাগনোলিয়া গাছ আমার স্বপ্নে আসে। সেই থেকে রক্তবেগুনি পছন্দের রং। লিখতে বসাও প্রিয় কোনো স্বপ্নের মতোই। প্রকাশিত বই ‘ব্র্যান্ড নিউ হেল, যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল’। প্রিয় লেখক জহির রায়হান, এডগার অ্যালান পো, এইচ পিঁ লাভক্রাফ্ট, হেনরি রাইডার হ্যাগার্ড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।