সে ভাঙা ভাঙা গলায় শ্রদ্ধাভরে দেবতাকে ডাকার চেষ্টা করল। সাহায্য প্রার্থনা করল হার্পে সেই অধরা সুর তুলবার আসায়। দেবতা তার প্রার্থনায় সাড়া দিলেন না। সুরের ঝংকার সৃষ্টি করে তিনি হাসলেন।
সুরের মূর্ছনা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। পাতালের প্রাণীরা নিস্তেজ হয়ে পড়ছে। ভেঙে যাওয়া মেঝে জোড়া লেগে যাচ্ছে। ঝকঝকে সেই মেঝেতে এসে পড়ল ভোরের প্রথম আভা।
সূর্যের নরম আলোয় নামির মেঝেতে লুটিয়ে পড়ল। পাশে পড়ে রইল অভিশপ্ত হার্প।
