অধরা জাহান এর বই সমূহ

অধরা জাহান
লেখকের জীবনী

অধরা জাহান

অধরা জাহান ১৯৯৩ সালে ১০ মার্চ জন্ম গ্রহণ করেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ওয়াই গ্রামে। অত্যন্ত সুশীল-সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করেন অধরা । দাদা ছিলেন ব্রিটিশ চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় বাবা প্রয়াত হায়দার জাহান খানও জীবনের পুরোটা সময় কাটিয়েছেন রাজনৈতিক অঙ্গনেই । মা আঞ্জুমান হায়দার একজন গৃহীনি! দুই বোন আর মাকে ঘিরেই তার পৃথিবী! জীবনের নানাবিধ চড়াই উত্তাই'র মধ্য থেকে প্রাণিত হয়ে অধরা জাহান হয়ে উঠেন একজন শিল্প শ্রমিক। নতুন কুড়ির মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে সাহিত্য পাড়ায় পা রাখেন। প্রথমে অভিনয়, আবৃত্তি এবং উপস্থাপনা। এক দশক সময় কাটিয়েছেন থিয়েটার পাড়ায়। যেখান থেকেই মুলত সাহিত্যের প্রতিটি শাখায় তাকে টানে। এক যুগের অধিক সময় অত্যন্ত সম্মানের সাথে বাংলাদেশ টেলিভিশনসহ প্রাইভেট টেলিভিশনে সঞ্চালিকা হিসেবে কাজ করছেন। গীতিকবি হিসেবেও যথেষ্ট নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ২০১০ সাল থেকে। বলা হয়ে থাকে বাংলাদেশে বর্তমান নারী গীতিকবির সংখ্যা খুব একটা চোখে মেলে না। অধরা জাহান নিজের ভালোলাগা থেকেই সেই জায়গাটা পূরণ করবার লক্ষে নিয়মিত গান লিখে যাচ্ছেন এবং তার সমবয়সীদের প্রতিদিন আমন্ত্রণ জানান গানের ভুবনে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকবি তিনি । গান কবিতা ও সাহিত্যের উঠোনের সাথেই জীবনকে বেঁধে নিয়েছেন । বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে-পড়ছেন আইন নিয়ে। ঠকে যাওয়া অসহায় মানুষদের জিতিয়ে দেয়ার লক্ষ্যে নিজেকে নিবেদন করার উদ্দেশ্যেই আইন নিয়ে পড়া। সংগীতকে ঘিরে রয়েছে আকাশ সম স্বপ্ন । ‘কাগজের পুরুষ' তার প্রথম উপন্যাস তার মোট বইয়ের সংখ্যা দুটো। প্রথম বই কাব্যগ্রন্থ 'নীল পেয়ালার বিষ'। সমাজ বদলে একমাত্র শক্তিশালী অস্ত্র কলম। সমাজে ইতিবাচক বদল আনার প্রত্যয় থেকেই কলমকে আজীবন সাথী করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই লেখিকা- গান কবিতার মাঝেই তিনি খুঁজে পান অনন্ত আত্মতৃপ্তি!