আব্বাস মাহমুদ আল আক্কাদ এর বই সমূহ

আব্বাস মাহমুদ আল আক্কাদ
লেখকের জীবনী

আব্বাস মাহমুদ আল আক্কাদ

আল-আক্কাদ মিশরের আসওয়ান শহরে ২৮ জুন ১৮৮৯ মোতাবেক ২৯ শাওয়াল ১৩০৬ হিজরিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মিশরীয় আর মা ছিলেন কুর্দিশ। তাঁর বাবা মূলত দামিট্টার বাসিন্দা ছিলেন। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল খুব সামান্য। কেবলমাত্র প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পেরেছিলেন। পরে তিনি বই কিনে এবং স্বশিক্ষণের মাধ্যমে অগাধ পাণ্ডিত্বের অধিকারী হয়েছিলেন। তিনি তাঁর সাপ্তাহিক ভাতা দিয়ে নানা ধরণের বই কিনতেন। ধর্ম, ভূগোল, ইতিহাস এবং অন্যান্য অনেক বিষয় সম্পর্কে পড়াশোনা করেন। দুর্দান্ত ইংরেজি এবং ফরাসি জন্য তাঁর খুব নামডাক ছিল । তিনি বিশেষ ভাবে জার্মান সাহিত্যে ওয়াকিবহাল ছিলেন ।