মঈনুল আহসান সাবের এর বই সমূহ

মঈনুল আহসান সাবের
লেখকের জীবনী

মঈনুল আহসান সাবের

জন্ম ২৬ মে, ঢাকা শহরে। পৈত্রিক ভিটে বরিশালের পিরোজপুর। তবে, যদিও প্রত্যন্ত অঞ্চলসহ বাংলাদেশের প্রায় পুরোটাই ঘুরেছেন, গেছেন বরিশালেও, যাওয়া হয়নি ঐ পিরোজপুরে। জন্ম থেকে এখন পর্যন্ত এই ঢাকা শহরেই। এখানেই বড় হওয়া, লেখাপড়া এবং লেখালিখির শুরু। লেখাপড়া করেছেন গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞানে এম. এস. এস.। লেখালিখির শুরু, আরো অনেকের মতো, ছোটবেলায়। বাবা আহসান হাবীব বাংলা সাহিত্যের নামকরা কবি। বাসায় নানা বিষয়ের কত যে বই! আর বইপড়া কী যে মজার! এসব মিলিয়ে কোন সময় নিজেরও লেখার ইচ্ছা হলো, এতদিন পর ঠিক-ঠিক মনে নেই। তবে মনে আছে, ছড়া লেখেননি কিংবা কবিতা, শুরু করেছিলেন গল্প লিখেই। ছোটদের জন্য প্রথম লেখাটি ছাপা হয়েছিল তখনকার নামি পত্রিকা টাপুর টুপুর-এ, ’৭২ সালের জুলাই মাসে। তখন তিনি দশম শ্রেণির ছাত্র। তারপর ছোটদের জন্য আরো কিছু লেখা বেরিয়ে গেল, এদিক-ওদিক। এরপর ধীরে-ধীরে বড়দের জন্য লেখালিখিতে ব্যস্ত হয়ে পড়লেন। তবে যখনই লিখেছেন ছোটদের জন্য, সেটা দারুণ এক লেখা হয়ে উঠেছে। ছোটবেলায় ডাকটিকিট জমানো ছিল প্রিয় শখ। ডাকটিকিটের বেশ ক’টি অ্যালবাম এখনো রয়ে গেছে সংগ্রহে। আর স্মৃতিতে রয়ে গেছে ঘুড়ি ওড়ানো ও মার্বেল খেলার ঝকমকে দিনগুলোর কথা। ক্রিকেট খেলতেন ভালো, ফুটবলও, আর, টেবিল টেনিস। বহু আগেই ওসব বাদ, ওসব ছেড়ে একসময় ঐ যে শুরু লেখালিখির, এখন শুধু সেটাই, ওটাই একটা খেলা, যখন ইচ্ছা খেলা যায়, একা-একা। বেড়াতে ভালোবাসেন। সময় আর পয়সা পেলেই বেরিয়ে পড়েন। একা নয় অবশ্য, সঙ্গে থাকে স্ত্রী কেয়া ও দু’সন্তান দিব্য ও দীপ্র। অবসরের সময়টুকু এই এদেরকে নিয়েই কেটে যায়।