১৯৭১-এ মুক্তিযুদ্ধে কেমন ছিল কিশোরদের ভূমিকা? স্বাধীন দেশে শিশু-কিশোররা কী দৃষ্টিতে দেখছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ভূমিকা? এমন প্রশ্নের জবাব আছে মুক্তিযুদ্ধ বিষয়ক পাঁচটি মজার গল্পে। গল্পের ভিতর দিয়ে পাঠক দেখতে পাবে মুক্তিযুদ্ধের স্বরূপ, চিনবে স্বাধীন দেশের কঠিন বাস্তবকেও। শহরে সচ্ছল পরিবারে কাজের মেয়েরা আসে গ্রাম থেকে। এরকম দরিদ্র গ্রামীণ পরিবারের এক বোবা মেয়ে, শিশু কলি, রাসেল ও মাকে হারানো মিশুর অভিযান এবং তাদের হারিয়ে যাওয়ার মর্মস্পর্শী গল্প উদ্ধার-অভিযানের রাস্তা খুঁজতেও প্রেরণা জোগায়। অন্যদিকে মৎস্য শিকারি নবু, আকালু, রাজা, বখাটে বকুল আর ছদ্মবেশী ভূতের গল্পের রহস্য এবং রূপক নানারকম প্রশ্ন জাগায় পাঠক মনে।
