হ্যালো মেঘ, তোমাকে কেন আমি আগের মতো দেখতে পাই নাÑ বলো তো? কোথায় তুমি হারিয়ে গেলে? আমার কথাগুলো তুমি চিঠির মতো নিয়ে যাও, প্লিজ। আকাশকে বলো, খুব মনে পড়ে ওকে। কিচিরমিচির চড়ুই পাখিদের জানিও, ওদের গান শুনতে আমার বড্ড ইচ্ছে করে।
এগুলো ইভানের কান্নাভেজা মনের কথা। এছাড়া বইটিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের কান্না-হাসি মেশানো মনোরম গল্পের গুচ্ছ।
রহমত চেঁচিয়ে বলে, জয় বাংলা।
সালটি ছিল একাত্তর। পাকিস্তানি সেনারা বেয়নেট উঁচিয়ে আসেÑক্যায়া বোলা রে? বোল ফির, মুক্তি বন গ্যায়া? বাতা, মুক্তি কা হাল ক্যায়সা?
বুনো নিমগাছ, আকাশপরি, ঝকঝকে ইলিশ, বানর বাহাদুর, বায়োনিক ওম্যান বিন্দুবাসিনী, গাঁয়ের মোতাহার আলী, কানাডার বড়মামু, শীতের ভূতÑসবাই এসেছে মিছিলের মতো।
এমনই পাঁচমিশেলী স্বাদের গল্প নিয়ে রচিত হয়েছে অনুপম কথাশিল্পী ঝর্ণা দাশ পুরকায়স্থের শ্রেষ্ঠ কিশোরগল্প। আশ্চর্য শোভনভাবে গল্পগুলোতে লেখিকা কিশোরদের মাধ্যমে তুলে ধরেছেন ছোটদের চাওয়া-পাওয়া, আনন্দ ও অভিমানের ছবি।
কিশোর সাহিত্য ভুবনে বইটি নিঃসন্দেহে একটি অনন্য সংযোজন।
