ইশপের গল্পগুলো আড়াই হাজার বছর পরেও পুরানো হয়নি। ছোটো-বড়ো সবার কাছে এসব গল্প এখনো ভালো লাগে। বাংলা ভাষায় শিশুদের উপযোগী করে এই প্রথম 'ইশপের গল্প' বের হলো। বইটি তৈরির সময়ে ভাষা ব্যবহার এবং অন্যান্য দিকে নজর রাখা হয়েছে। কাহিনির মজা বাড়ানোর জন্য গতানুগতিক শিরোনাম দেওয়া হয়নি। গল্পের শেষে কোনো নীতিকথাও দেওয়া হয়নি। কারণ, একটি কাহিনির মধ্যে অনেকগুলো শেখার বিষয় থাকতে পারে। বইটির আকর্ষণ বাড়াতে প্রতিটি গল্পে রঙিন ছবি দেওয়া হলো।