পৃথিবী যে এত সুন্দর, তার কারণ কিন্তু এই যে এখানে গল্প আছে। গল্পের মধ্যে দিয়ে আমরা অজানা এক পথ চলতে শিখি। গল্পের মধ্যে দিয়ে মানুষ মানুষকে বুঝতে শেখে, জানতে শেখে, চিনতে শেখে। গল্পের মধ্যে দিয়ে মানুষ অজানা রহস্যময় প্রকৃতির সঙ্গে একাত্ম হতে শেখে। শেখে প্রকৃতির কাছ থেকে প্রাণশক্তি নিতে। প্রতিটি মানুষেরই রয়েছে একেকটি জীবন, রয়েছে একেকটি গল্প। এই বইয়ে রয়েছে তেমন কয়েকটি গল্পÑযা কিশোরদের নিয়ে যাবে মানুষের কাছে, নিয়ে যাবে প্রকৃতির কাছে; স্বপ্ন দেখতে ও দেখাতে শেখাবে জীবন নিয়ে, বাঁচতে শেখাবেÑবাঁচাতেও শেখাবে।
