জীবনযুদ্ধে পর্যুদস্ত মাহফুজ। মনে অবর্ণনীয় কষ্ট পুঁজি করে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে। পথ চিনিয়ে দেবে ঠিকানা। অদৃষ্টের হাতে সঁপে দিয়েছে নিজেকে। স্রোতের শ্যাওলা হয়ে ভেসেছে এঘাট থেকে ওঘাটে। অবশেষে স্থির হয় এক পরিবারে। সেই পরিবারের অতি আদরের বুদ্ধিমতী সোফিয়ার চোখে অন্য রকম এক আলোর খেলা দেখতে পায় সে। মনের গহিনে দগদগে ঘা। মাহফুজ ঘা শুকানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি, বরং সারাক্ষণ অতীত রোমন্থনে ব্যস্ত রাখে নিজেকে। সোফিয়া নিজেকে মেলে ধরার চেষ্টা করে নানাভাবে। উদ্দেশ্য একটাই মুখচোরা মাহফুজকে আপন করে কাছে পাওয়া। মাহফুজ ঠিক তার উল্টো। মাহফুজ নিজেকে গুটিয়ে খোলসের আড়ালে বন্দি করে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। সাপলুডু খেলার প্রতিযোগিতায় কে জিতবে? নাকি অলক্ষ্যে বিধাতা নতুন কোনো কাহিনি রচনা করবেন? টানাপড়েনের কাহিনি ‘জোছনার জলে প্রতিবিম্ব’। শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে টান টান উত্তেজনা। ভালোবাসা, বিরহ আর জীবন সংগ্রামের এক চুম্বকসম ইতিহাস জানতে আপনাকে পড়তে হবে ‘জোছনার জলে প্রতিবিম্ব’।
