তুমি এমন করে চলে গেলে কেন? আমার প্রতি কি তোমার কোন অভিমান ছিলো? অভিমান যদি নাই থাকে তবে কেন কিছুই বলে গেলে না? সারা জীবনের জন্য এমন চুপ করে গেলে কেন? এখন কে আমার সাথে অভিমান করবে?... তুমি না বলেছিলে মাত্র দুটো বছর, তারপর আমরা একসাথে থাকবো। একসাথে সারাজীবন থাকবে বলে ফাঁকি দিয়ে চলে গেলে? জানো, আমার শার্টগুলো পুরাতন হয়ে গেছে আমাকে শার্ট কিনে দিবে না? ঐদিন দোকানে একটা মেরুন কালারের শার্ট দেখেছি ঠিক যে রংটা তুমি অনেক খুঁজেছ, কিনে দিবে বলে... পরকালে আমি সৃষ্টিকর্তার কাছে তোমাকে আবার চেয়ে নেব। আবার আমাদের মিলন হবে। অপেক্ষা কর, শুধু সময় ফুরাবার পালা... প্রচ্ছদ :: ওয়ালিউল ইসলাম আর্ট :: ফাতিমা সাদমিন তোরসা (রূপকথা)