কেউ কী কখনো নিজের দোষে খারাপ হয়? নাকি অবস্থা, পরিবেশ ইত্যাদি মানুষকে খারাপ করে? একজন স্বাভাবিক ব্যক্তিকে আমার আপনার মত আশপাশের মানুষই যদি তার বিশ্বাস থেকে তুলে নিয়ে আসে; তাহলে খারাপটা কে হলো? সে নাকি আমরা?
দোষ দিতে চাইলে সবাইকেই দেওয়া যায়। কিন্তু তা কতখানি যৌক্তিক?
