নির্জন প্রান্তরে পানির উপরে ভেসে থাকা একটি গাছের গুঁড়িতে একাকী বসে আছে তমা। তমা অনুভব করছে, সে যেন কিছু একটা চায়। কিছু একটার জন্য সে অপেক্ষায় আছে। কিন্তু সেই কিছুটা কি? তমা তা কিছুতেই বুঝতে পারছে না। সে খুঁজে চলেছে তার এই অর্থহীন জীবনের মানে? সাদা চাদরে ঢাকা তার এই জীবন বড্ড বেশি বর্ণহীন। তার জীবনে কোনও ছন্দ নেই, চাওয়া নেই, কোনও লক্ষ্য নেই। নেই কোনও লাভ লোকসানের হিসাবের খাতা। সবই যেন শূন্য। সে ভাবছে কিছুই যদি নেই, তাহলে এই জীবনটাই বা কেন? তার জীবন কি এখানেই শেষ হওয়া প্রয়োজন?
ঠিক এই সময়ে একটি পুরুষ কণ্ঠ বলে উঠল, কি হলো তোমার? সুইসাইড করবে নাকি?
তমা জানে না কে এই পুরুষ। সে কি মানুষ নাকি কোনও অশরীরী। ক্রমশই এই একটি কণ্ঠস্বর জাদুর মতো বদলে দিতে লাগল তার জীবন।
