উমাইরের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর থেকে জেবার মনে অদ্ভূত এক পরিবর্তন এলো। হবু স্বামীর ভাই তাসবীরের প্রতি অনুভূতি আগে থেকে থাকলেও ইদানীং বিষয়টি অবাঞ্জিত কচি লতার ন্যায় তড়তড় করে বাড়ছে। কারণ অবশ্য জেবার বোন তাহুরা। তাসবীর ও তাহুরার মধ্যে বাড়তে থেকে ঘনিষ্ঠতা জেবার পছন্দ নয়। যার রেশ ধরে অঘটন ঘটে গেলো। তাসবীর ও জেবা নামের মেয়েটা সকলের অগোচরে কাকতালীয়ভাবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়লো। এরপর এরপর...।