আল্লাহর গুণবাচক নামগুলোর মাঝেই লুকিয়ে আছে তাঁর পরিচয়ের গভীর মহিমা। রাহমান, রাহিম, রাজ্জাক—আল্লাহর এসব নাম শুধু নিছক নামই নয়, তাঁর অশেষ কুদরতের বহিঃপ্রকাশ। প্রতিটি নামের নিগূঢ় অর্থ আপনাকে বুঝিয়ে দেবে—কেন তিনি আমাদের রব! কেন আমরা তাঁর ইবাদত করব! কেনই-বা গর্ববোধ করব তাঁর বান্দা হিসেবে পরিচয় দিতে!
