দীর্ঘ ১৪ শ বছরেরও বেশি সময় ধরে কুরআনুল কারিম পৃথিবীর বুকে অপরিবর্তিত ও অবিকৃত অবস্থায় আছে। সময় তার ওপর এতটুকু আঁচড়ও ফেলতে পারেনি। এটা কীভাবে সম্ভব হয়েছে? যৌক্তিক খেয়ালে সেই ইতিহাস কি জানা হয়েছে কখনো? এটি কি আসলেই সেই কিতাব—যা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রচার করেছেন? অন্যান্য ধর্মগ্রন্থের মতো হাতবদলের সাথে সাথে তা কি পরিবর্তন হওয়া থেকে বাঁচতে পেরেছে? কীভাবে সম্ভব হাজার বছর আগের মুখের বাণীকে অবিকল লিখে রাখা?