আপনার বাচ্চা কি অহরহ মিথ্যা বলে? জগতেই রাগ করে? রাতের বেলা একা একা ওয়াশরুমে যেতে ভয় পায়? কিংবা প্রতি রাতে ঘুমের ঘোৱে বিছানা ভিজিয়ে দেয়া হতে পারে আপনার সন্তানটি পড়াশোনার অমনোযোগী, কারণে-অকারণে সবার সাথে বাড়ায় লিপ্ত হয়, যাওয়ার ব্যাপারে তার ভীষণ অনীহা! কী করবেন আপনি, ভেবেই পাচ্ছেন না।
বুদ্ধিমান বাবা-মায়েরা কখনো সন্তানের গুরুতর সমস্যাকে বড় হতে দেয় না। তারা সমস্যার শুরুতেই সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আর সমাধানের এই পর্যায়টাকে আরো মসৃণ করে দিতে এবারের আয়োজন “শিশুদের সমস্যা আমাদের করণীয়।