ফ্ল্যাপ
: আঁধার রাতের মুসাফির অনুসন্ধিুৎসু চোখে শুধুই আলো খুঁজে ফেরে।
কাফেলাকে মঞ্জিলে পৌঁছাতে আলোকমশাল তখন অনিবার্য দিশা। নিকষ আঁধারে দুনিয়া এখন বড্ড
দিশেহারা। মুক্তি কোথায়? টলোমলো জাহাজকে কে তীরে ভেড়াবে? আজ বড়ো প্রয়োজন একঝাঁক দক্ষ
নাবিকের। প্রত্যাশিত নাবিকদের উদ্দেশ্যে ‘নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া’।